
প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে পবিত্র ভোট প্রদানের আহ্বান জানিয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান।
রবিবার বরগুনা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ও বরগুনা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনীয় আচরণ বিধি নিয়ে ব্রিফিং ও মত বিনিময় সভায় এ কথা বলেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করা বরগুনা ও পটুয়াখালীর ১৮০ জন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনীয় আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
সকাল ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমীতে মতবিনিময় সভা শুরু হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অবাধ ও সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ঠিক তেমনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তিনি বিকেল সাড়ে তিনটায় ভোট গ্রহণকারি কর্মকর্তাদের সাথে দিক নির্দেশনা মূলক ব্রিফিং করেন। সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আঃ ছালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ হাই আল হাদী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলিপ কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
মন্তব্য করুন