ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ০৯:২১ পিএম

অনলাইন সংস্করণ

ভোলায় অভিযানে সেমাই তৈরীর কারখানাকে জরিমানা

ছবি সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরীর অপরাধে একটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সাতবাড়িয়া, নবীনগর ও লাঙ্গলখালী, ফরাসগঞ্জের বিভিন্ন সেমাই কারখানায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। 

মাহমুদুল হাসান জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অপরাধে শেখ আলী ফুড প্রোডাক্টস, রিফাত ফুট প্রোডাক্টস ও মিনা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় যথাক্রমে ৮০০০/-, ১৫০০০/- ও ২০০০/ করে মোট ২৫০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম সহায়তা করেছে। এ অভিযান চলবে বলেও জানান তিনি।

 

মন্তব্য করুন