রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ১১:১১ এ এম

অনলাইন সংস্করণ

মঙ্গলবারও চালু হচ্ছে না মৈত্রী এক্সপ্রেস

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বন্ধ রেখেছে ভারতীয় রেল। মুলত ১৬ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেন।  সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও আগামীকাল মঙ্গলবারও মৈত্রী এক্সপ্রেস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় রেল জানিয়েছে, আগামী ৩০ তারিখ কলকাতা এবং ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের থেকে বার্তা পেয়েই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। তবে কবে আবার দুদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলবে তা নিশ্চিত করে জানাচ্ছে না রেল, সুত্র আনন্দবাজার পত্রিকার ।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে,যে সকল যাত্রীরা ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন। টিকিটের দাম ফেরতের জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কোনো যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না। 

আরবি/এস
 

মন্তব্য করুন