লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:২৭ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক চেয়ারম্যান আবদুল মতিন পাটোয়ারী। ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ ৩১ বছর পর দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ জুন) তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৯ জুন) মনোহরগঞ্জ থানার এএসআই লিংকন দেব একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আবদুল মতিন পাটোয়ারী মনোহরগঞ্জের সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।

মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, আবদুল মতিন পাটোয়ারীর বিরুদ্ধে ১৯৯৩ সালে দুর্নীতির অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা (নং ৫১ তারিখ ২৪/০২/১৯৯৩, ধারা- ৪০৯ দঃবিঃ) রুজু হয়। বিচার প্রক্রিয়া শেষে মহানগর বিশেষ দায়রা জজ, চট্টগ্রাম আদালত আসামিকে দশ বছরের সাজা দেন। মামলার পর  থেকে আসামি পলাতক ছিলেন। রোববার মনোহরগঞ্জ থানার এএসআই লিংকন দেব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আজ (সোমবার) তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন