
প্রকাশিত: ১৫ নভেম্বার, ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
.... সদরুল আইন
জেগে আছি একা
জেগে আছি কারাগারে,
কুয়াশায় ঢাকা নবমীর চাঁদ
ঝরিছে আকাশ পারে ।।
বাতাসে জাগিছে
বাতাবী ফুলের গন্ধ,
বনে বনে জাগে
ঝিল্লিমুখর ছন্দ
জোনাকিরা গাঁথে
আলোকের মালা
বাহিরে অন্ধকারে ।।
তুমিও কি প্রিয়া
রয়েছ জাগিয়া,
শুন্য শয়ণতলে?
সারা পৃথিবীর
বেদনা ঝরিছে...
তোমারই অশ্রুজলে ।।
ব্যর্থ জীবনে
প্রেম বড় অভিশপ্ত,
মুক্তির পথে
কত বাধা, কত রক্ত,
মহামিলনের স্বপন আমার
ভেঙে যায় বারেবার ।।
মন্তব্য করুন