মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৯:১৫ পিএম

অনলাইন সংস্করণ

মহেশপুরে নকল পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে নকল পিস্তল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ ইমরান হোসেন (৩৫) ও হাসান সদ্দার (২৬) নামের দু’জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নাটিমা ঘোষপাড়া ও সদ্দার পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন মহেশপুর উপজেলার নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোনের ও একই এলাকার সদ্দার পাড়ার কামাল সদ্দারের ছেলে হাসান সদ্দার।

মহেশপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেনের বাড়ীতে তল্লাসী করে ১টি নকল পিস্তল, ১টি চাইনিচ কুড়াল, ২টি দা, ১টি শাবল, ১টি তালা ভাঙ্গা পাইব ও গাজা সেবনের সরঞ্জামসহ ইমরান হোসেন ও হাসান সদ্দারকে আটক করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক কৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন