প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি’ প্রবাদটির জ্বলন্ত উদাহরণ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা মধ্যপাড়া গ্রামের আজহারুল ইসলাম । শূন্য থেকে শুরু করে আজ একজন সফল উদ্যোক্তা তিনি। তিনি তিল তিল করে গড়ে তুলেছেন নিজের হাড়ভাঙা খাটুনি ও মেধার মাধ্যমে শীতল মৎস্য হ্যাচারী এন্ড নার্সারি নামের একটি প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানে কাজে সংসারে আর্থিক সৎসলতা ফিরিয়ে এনেছে ১২ জন কর্মচারি। প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় উদ্যোগতা নিজেই পরিশ্রম করছেন তার কর্মচারীদের নিয়ে।
তিনি বলেন, লক্ষ্যটা যদি থাকে স্থীর আর ইচ্ছা শক্তিটা থাকে প্রখর তাহলে যে কোন কঠিন কাজকে জয় করা সম্ভব।
শীতল মৎস্য হ্যাচারিতে পাওয়া যাচ্ছে মনোসেক্স, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল, স্বরপুটি, সিলবারকাপ, বৃকেট, চিতল, দেশী শিং, মাগুর, থাই কৈ, পাঙ্গাস, পাবদা, গুলশাহসহ সকল প্রকার মাছের চারা রেনু, পোনা উৎপাদন এবং বিক্রয় করা হয়।
তিনি বলেন, বর্তমানে অনেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকার চারা রেনু পনা কিনে প্রতারিত হচ্ছেন,কিন্তু শীতল মৎস্য হ্যাচারিতে চারা রেনু পোনা কিনে প্রতারিত হবেন ১০০% গ্যারান্টিসহ কারে ভালো মানের পোনা দেওয়া
হয় ক্রেতাদের, এখানে যত্নসহকারে চারা রেনু পোনা উৎপাদন করা হয়।
মন্তব্য করুন