
প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
যারা মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানা পুলিশের অভিযান চলবে বলে জানান অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। সেই সঙ্গে যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা হাইস্কুল মাঠে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি এ কথা বলেন।
মাদক ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পাংশা থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা। কাজেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভাল হয়ে যান।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার ছেলে ও মেয়ে কোথায় যায় কার সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং অল্প বয়সের ছেলে মেয়েরা এন্ড্রয়েড ফোন ব্যবহার করার কারণে অনেক দুর্ঘটনার ঘটনা ঘটছে। এজন্য অল্প বয়সের আপনাদের ছেলে ও মেয়েদের হাতে এন্ড্রয়েড ফোন দিবেন না।
এ সময় বিট পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মেঘনা ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী প্রমানিক, মেঘনা বাজার কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক মোজাম্মেল হক এবং এস আই সাদিক প্রমুখ।
মন্তব্য করুন