
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর, মুদি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা, হোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। এদিকে হামলার ঘটনায় কাউকেই আটক করতে না পারলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও ইজিবাইকের গ্রেজ থেকে ১টি ইজিবাইক নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা ও হোগলপাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর, ১টি মুদি দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানায়, ব্রাহ্মন্দি গ্রামের সালাউদ্দিন খাঁ ও কেরামত খাঁর সাথে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল মাদ্রা গ্রামের ফারুক হাওলাদারের সাথে। এরই জেরে সালাউদ্দিন ও কেরামত লোকজন নিয়ে ফারুক ও তার সমর্থকদের বাড়িঘরে এ হামলা চালায়। এ সময় রশিদ মাতুব্বর নামে এক বৃদ্ধ আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।
ভুক্তভোগী ফারুক হাওলাদার বলেন, সালাউদ্দিন খাঁ ও কেরামত খাঁ কয়েকশ’ লোক নিয়ে এই হামলা চালায়। দেশীয় অস্ত্রশসন্ত্র নিয়ে এই হামলা চালিয়ে। ঘরবাড়ি ভাংচুর করার পাশাপাশি লুটপাট করা হয়েছে সবকিছু। পানির পাম্পটাও খুলে নিয়ে গেছে তারা। এই ঘটনায় ক্ষতিপূরনের পাশাপাশি দোষির বিচার দাবি করছি।
অভিযুক্ত কেরামত খাঁ বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা এই ঘটনা করছে তাও জানিনা। ফারুক হাওলাদার ও তার লোকজন আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে।
এদিকে আরেক অভিযুক্ত সালাউদ্দিন খাঁর মুফোঠোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এইচ এম সালাউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন