
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে এক টমটম চালকের বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এঘটনা ঘটে। এ সময় টমটম চালক মিলন মিয়া অসুস্থ স্ত্রীর সঙ্গে হাসপাতালে ছিলেন। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক হামিদুর রহমান জানান, সাড়ে ১১টার দিকে হঠাৎ মিলনের ঘরে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে যায়। এতে ঘরে রক্ষিত আসবাবপত্র ও বিভিন্ন মালামাল এবং মিলন এর জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম টমটমটিও পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসলে মিলন হয়ে যায় সর্বস্ব হারা।
মন্তব্য করুন