
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বরাবরই বিশ্ব বাজারে সোনার দাম নিয়ে বড় ভূমিকায় দেখা যায় দুবাইয়ের স্বর্ণ বাজারকে। চলতি রমজানেও দেখা গেলো তেমনটিই। এক সপ্তাহের ব্যবধানে যেখানে প্রতি গ্রামে দাম বেড়েছে আট দিরহাম পর্যন্ত। বলা হচ্ছে এই মূল্যবৃদ্ধি পূর্বের সকল রেকর্ডকে ছাপিয়ে গেছে। শুধু মার্চ মাসেই প্রতি গ্রামে দাম বেড়েছে ১৭ দিরহাম পর্যন্ত। আসন্ন এপ্রিল মাসেও দামবৃদ্ধির এই ধারা অব্যহত থাকবে বলে আশা করছেন বিশ্লেষকরা।
দুবাই জুয়েলারী গ্রুপের তথ্যে দেখা গেছে যে, সপ্তাহের শুরুতে প্রতি গ্রাম ২৬৫.৫ দিরহামে বিক্রয় হওয়া ২৪ ক্যারেট ভেরিয়্যান্টের সোনার দাম ছুঁয়েছে ২৭০.৫ দিরহামের মাইলফলক। একই ভাবে, অন্যান্য ভেরিয়েন্ট ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সপ্তাহ ঘুরতেই যথাক্রমে ২৫০.৫ দিরহাম, ২৪২.৫ দিরহাম ও ২০৭.৭৫ দিরহামে গিয়ে ঠেঁকেছে।
ব্যবসায়ীরা বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। আপাতত ডলার কিম্বা যে কোন মুদ্রার চেয়ে স্বর্ণে কমঝুঁকি রয়েছে।
মন্তব্য করুন