অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৪, ১২:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে আইআইইউসি প্রতিনিধি দল

ছবি: রূপালী বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা নদভীর নেতৃত্বে আইআইইউসি প্রতিনিধি দলের অংশগ্রহণ। 

৫ মে ২০২৪ (রবিবার) মালেশিয়ার পাহাং রাজ্যে 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কনটেম্পোরারি এডুকেশন ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড' শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

আজ সকালে কনফারেন্সের শুরুতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সাথে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালসমূহের সমঝোতা স্মারক (MoU) সাক্ষরিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় গুলো হলো; মিশরের আল আজহার ইউনিভার্সিটি, তিউনিসিয়ার আল-জায়তূনা ইউনিভার্সিটি যা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত, মালয়েশিয়ায় সুলতান আহমদ শাহ ইউনিভার্সিটি।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর পক্ষে সমঝোতা স্মারক সাক্ষর করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এ সময় উপস্থিত ছিলেন মালেশিয়ার পাহাং প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী দাতু শ্রী হাজ্বী রুশদী বিন ওয়ান ইসমাঈল ও পাহাং প্রদেশের এর উচ্চশিক্ষা বিষয়ক, মিশরের আল আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলর, তিউনিসিয়ার আল-জায়তূনা ইউনিভার্সিটি চ্যন্সেলর, মালয়েশিয়ায় সুলতান আহমদ শাহ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুর রহিম। 

কনফারেন্সে বাংলাদেশের পক্ষে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী; তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে ইসলামিক গুণগত মানসম্পন্ন শিক্ষার বিস্তারে আইআইইউসির অগ্রগামী ভূমিকার কথা তুলে ধরেন এবং কনফারেন্সে উপস্থিত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের প্রতি আইআইইউসি ভ্রমণের আহ্বান জানান। তিনি আইআইইউসিতে ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তের কথাটি বক্তব্যে বলার পর; উপস্থিত সকলেই করতালির মাধ্যমে এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

মন্তব্য করুন