ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৫:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ময়মনসিংহে

মা দিবসে মাকে জমজ তিনবোনের জিপিএ-৫ উপহার

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মা দিবসে মাকে জমজ তিনবোন জিপিএ-৫ উপহার দিয়েছে। জানা যায়,এ বারের এসসিসি পরীক্ষায় ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে জানাতুন নাহার, নিশাত লোবনা ও নুসরাত জাহান। তারা জমজ তিনবোন। তারা উপজেলার কানীহারি গ্রামের ছাইদুর রহমান ও নিলিমা আক্তারের সন্তান এবং সাংবাদিক ফারুক আহমেদের শ্যালিকা। এর আগে ২০১৮ সনে পিএসসি পরীক্ষায় জমজ তিনবোন বৃত্তি পেয়েছিল।

তাদের মা নিলীমা আক্তার জানান, আমার জমজ তিন মেয়ে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।

 

মন্তব্য করুন