
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই। এ হিসেবে অনেকেই দেখছেন স্পেন ও ফ্রান্সের দ্বৈরথ তারকাসমৃদ্ধ দলকে। অন্যতম ফেভারিট হিসেবেই ইউরো চ্যাম্পিয়নশিপে নেমেছিল পর্তুগাল। কিন্তু শেষ আটে ক্রিশ্চিয়ানো রোনালদোদের হারায়। এতেই সেমিফাইনালে ওঠে ফ্রান্স। আর ছন্দে থাকা স্বাগতিক জার্মানিকে দর্শক বানিয়ে দেয়। শেষ চারের টিকিট কাটে স্পেন।
আজ মঙ্গলবার আসরের প্রথম সেমিফাইনালে স্পেনকে মোকাবিলা করবে কিলিয়ান এমবাপের ফ্রান্স। এই মহাযুদ্ধ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
অভিজ্ঞ স্প্যানিশ লেফট ব্যাক দানি কারবাহাল কার্ড জটিলতায় এই ম্যাচে খেলতে পারছেন না। আর নিষেধাজ্ঞার কারণে নেই রিয়াল সোসিয়াদের আরেক অভিজ্ঞ ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড। রাইট-ব্যাকে আজকের ম্যাচে খেলাতে পারেন জেসুস নাভেসকে। যার সরাসরি প্রতিদ্বন্দ্বী হবেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে কিংবা ব্র্যাডলি বারকোলার মধ্যে যেকোনো একজন।
তিনজনই স্পেন ডিফেন্ডারের চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় কম। তবে এই তিনজনের গতি এবং ক্ষিপ্রতা সম্পর্কে তো সবারই জানা।
এই তিনজনের মধ্যে সবার নজর থাকবে এমবাপের দিকে। কেননা যখন তিনি ফিট এবং নিজের ফায়ারিং ফুটবলটা খেলেন। তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার।
তারকাসমৃদ্ধ ফ্রান্সের বিপক্ষে অবশ্য ভীত নয় স্পেন। স্প্যানিয়ার্ডদের ডিফেন্ডার মার্ক কুকুরেল্লা ম্যাচের দুদিন আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘টুর্নামেন্টে আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম। এখানে হারানোর কিছু নেই। আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমরা টুর্নামেন্টের মূল জায়গায় আছি। জানতাম আমাদের দারুণ একটি দল আছে এবং আমাদের অনেক দূর যাওয়া সম্ভব। এই পর্যন্ত আসতে কঠোর পরিশ্রম করেছি। এখন আমাদের শেষ বড় প্রচেষ্টা দরকার, সামনে আর কেবল দুটি ধাপ।’
বড় টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে স্পেন ও ফ্রান্স। যেখানে বড় সাফল্য ফ্রান্সের পক্ষে। ফরাসিরা পাঁচ ম্যাচের তিনটিই জিতে নিয়েছে। একটি জিতেছে স্পেন, অন্যটি হয়েছে ড্র।
আজকের লড়াইয়ে জয় হবে কার, এমবাপে-দেম্বেলে নাকি অলমো-ইয়ামালেরার?
এখন তারই রুদ্ধশ্বাস অপেক্ষা।
মন্তব্য করুন