অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ১১:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

মিরপুরে দুই যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ১

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে রাসেল (২৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় রাশেদ (২২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর সাড়ে ১১-এর আধুনিকের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত রাশেদ জানান, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ের কিছুটা সামনে ১০ থেকে ১২ জন মিলে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই এলাকার তানজিলা ও তার স্বামী কালু, ভাই শাহিনের সঙ্গে রাসেলের পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এ হামলা করেছে। এদিকে হাসপাতালে আহত ও নিহতের পরিবারের স্বজনরা জানান, মিরপুর কালশী ই ব্লক ৫ নাম্বার লাইনের একটি বিহারী ক্যাম্পের বাসিন্দা তারা। নিহত রাসেল কারচুপির কাজ করত। পূর্বশত্রুতার কারণে তানজিলার ভাড়াটে লোকজন ছুরিকাঘাতে রাসেলকে খুন করেছে। তবে তাদের সঙ্গে কী নিয়ে পূর্বশত্রুতা তা জানাতে পারেননি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত রাশেদের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাসেলের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন