
প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ১২:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি, দলিল ও চাবি হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে চট্টগ্রামের চন্দনাইশে ১৭১ টি পরিবারকে ২ শতাংশ কৃষি জমি বন্দোবস্তি প্রদানসহ একক পাকাগৃহ প্রদান অনুষ্ঠান চন্দনাইশ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল মালেক, চন্দনাইশ ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম চৌধুরী খোকা, দোহাজারী পৌরসভা মেয়র লোকমান হাকিম, উপজেলা এলজিইডি কর্মকর্তা জুনায়েদ আফসার চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা রাশেল চৌধুরী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আবু সুফিয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য করুন