
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ
কোপা আমেরিকার অভিষেক ম্যাচটি দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল। আর্জেন্টিনার কাছে ২–০ গোলে হারলেও সেই ম্যাচে একটি ইতিবাচক দিক ছিল কানাডা। এদিকে ম্যাচের আগে দেওয়া একটি কথার সত্যতা প্রমাণ করতে পেরেছে তারা। ম্যাচের আগে লিওনেল মেসিকে আটকে রাখবে বলে হুমকি দিয়েছিল কানাডা। আর সেই ম্যাচে মেসি পুরো সময় খেলেও কোনো গোল পাননি।
এবার আবার কোপা আমেরিকায় আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা–কানাডা। বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ৬টায় এই দুই দল প্রথম সেমিফাইনালে খেলবে।
এ ম্যাচের আগে আবারও মেসিকে আটকে রাখবে বলে হুমকি দিয়েছেন কানাডার কোচ জেসে মার্চ।
ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। কানাডার কোচ আর্জেন্টিনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের জন্য অসাধারণ এক সুযোগ আসছে। আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক এক ফুটবল ম্যাচ খেলব।’
মার্চ এরপর যোগ করেন, ‘আমরা শুধু রক্ষণ করার জন্য নামব না, আমরা যেভাবে খেলতে চাই, সেভাবেই খেলব। এরপর দেখব যে সেটা চালিয়ে যেতে পারি কি না শেষ পর্যন্ত। মেসিকে আরও ভালোভাবে সামলাব আমরা।’
মেসিকে সামলানোর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে প্রথম ম্যাচের প্রসঙ্গও টেনে এনেছেন কানাডার কোচ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা তাঁকে বেশি স্বাধীনতা দিয়েছি।’
মন্তব্য করুন