
প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ
আগামী ২৯শে মে উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে ১০মে শুক্রবার বিকালে চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবীগের সহসভাপতি আলমগীর মুরশেদ রনজু উপজেলার বিভিন্ন এলাকায় তিনি মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন তিনি।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামিলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে সার্বক্ষণিক গণমানুষের সঙ্গে মিশে থেকেছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি দলের জন্য অর্থ সম্পদ বিলিয়ে দিয়েছি। আমি সুবিধা ভুগি হিসেবে রাজনীতি করিনি। এজন্য আমার প্রতি মোহনপুরের মানুষের অনেক ভালবাসা রয়েছে তা উপলব্ধি করি। এ জন্য রাজনীতীকে সুসংঘটিত এবং জনসাধারণকে সেবা দেয়ার লক্ষে আমি মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ জন্য জনগণ সর্বাধিক ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আমি আশাবাদি।
উক্ত শোভাযাত্রায় বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন