
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারে নদী থেকে স্বপ্না দাস (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বড়লেখা উপজেলার সোনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপ্না দাস উপজেলার দাসেরবাজার পানিসাওয়া গ্রামের অসীম দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না দাস (২৬) মঙ্গলবার সকালে কাপড় ধুতে সোনাই নদীর ঘাটে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে নদীতে গিয়ে তার লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। স্বপ্নার শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছেন-স্বপ্না সাতার জানতেন না। নদীতে কাপড় ধুতে গিয়ে হয়ত তিনি ডুবে মারা গেছেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন