
প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মিথ্যা মামলা ও মিথ্যা তথ্যমূলক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাষ সম্মেলন করেছেন সদ্য বিলুপ্ত ময়মনসিংহ যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সপ্না খন্দকার। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জেলার ইশ^গঞ্জ উপজেলার যুব মহিলা লীগের সাধারন রানি মালা ওরফে রানি ইসলাম ওরফে মনু আমি ও আমার পরিবারসহ কয়েকজনের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন।
তিনি বলেন, সে আমাকে ইতোপূর্বে প্রাণনাশের হুমকী দিয়ে ম্যাসেজ করেছে। তিনি আরো বলেন গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আমার বিষয়ে একটি মিথ্যা বানোয়াট মনগড়া বিবৃতি ও মিথ্যা মামলার বিষয়ে উপস্থাপন করে। সংবাদ সম্মেলনে তিনি বলেন রানি মালা আমিসহ আরও পাঁচজনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মিথ্যা মামলা ও মিথ্যা তথ্যমূলক সাংবাদ সম্মেলন করে আমার মান-সন্মান ক্ষুন্ন করেছে।
আমি এর তীর্ব প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেন, এ ব্যপারে গত ১৮.০৪.২০২৪ ইং আমি ময়মনসিংহ কোতোয়ালী থানায় সাধারন ডায়েরীর আবেদন করেছি। এ সময় সপ্না খন্দকারের পিতা হানিফ, মাতা নাসরিন বেগম, শাশুড়ী মারিয়া খাতুনসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন