জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ০৭:৩১ পিএম

অনলাইন সংস্করণ

যমুনা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবি সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪ নয় সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দুইদিন আগে বাবা-মার সাথে শিশু মিনহাজ ও মিনাল তাদের নানা দুদু সরকারের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুর ১ টার দিকে তারা তাদের নানীর সাথে বাড়ির পাশে যমুনা গোসল করতে যায়।  গোসলের এক পর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুজির একপর্যায়ে প্রায় দুই ঘন্টা পর তাদের মহদেহ নদীতে ভেসে উঠে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক রুপালী বাংলাদেশকে বলেন, শিশু দুটি নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার না জানার কারণে একপর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে তাদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে।

মন্তব্য করুন