বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০১:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীর পর রণক্ষেত্র মিরপুর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ত্রিমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়েছে রাজধানীর মিরপুর। কোটা বিরোধীদের প্রতিহত করার লক্ষে সকাল থেকেই মিরপুর ১০ নম্বর এলাকা দললে নেয় ক্ষমতাসীন দলের নেতারা। ছাত্ররা জড়ো হয়ে কিছুক্ষন ১ টার কিছু আগে আওয়ামীলীগ নেতাদের হটিয়ে মিরপুর ১০ নম্বর দখলে নেওয়ার পর ছাত্রদের ওপর হামলা করেছে পুলিশ।  সঙ্গে যোগ দিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। 

থেমে থেমে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে। পুলিশ টিয়ার শেল ছুড়ে, গুলি করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে।  
সংঘর্ষের এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫টি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। 

এর আগে মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদের তাড়া খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।  

বেলা বাড়ার সাথে বেড়েছে সূযের তাপ। আর তাপের সাথে পাল্লা দিয়ে উত্তাপ বেড়েছে কোটা আন্দোলনের। রাজধানীর বিভান্ন স্থানে এই মুহূর্তে পুলিশ ও ছাত্রলীগ-আওয়ামী লীগের সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে 'কমপ্লিট শাটডাউন'। চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় চলছে এই শাটডাউন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যাত্রাবাড়ী শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় পুলিশ, র‍্যাব ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বাধার মুখের রাজপথ ছেড়ে যায়নি আন্দোলনকারীরা। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যাত্রাবাড়ী থানার সামনে দুই যুবকের পায়ে গুলি করে র‍্যাব। বেলা ১১টা বাজতেই নেমে আসে সাধারণ শিক্ষার্থী স্থানীয় এলাকার জনগণ। এ সময় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিতে গেলে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। আন্দোলনকারীরা পিছু না হটে ইটপাটকেল ছুড়তে থাকে। 

সকাল থেকে রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলকারীরা। তাদের অবরোধের কারণে এই মহাসড়ক ব্যবহার করে যানবাহন ঢাকায় প্রবেশ করতে বা বের হতে পারছে না। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অবরোধ এখনো চলছে।

মধ্যরাত থেকে শনিরআখড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় গতরাতের অগ্নিকাণ্ডের পর থেকে যাত্রাবাড়ী অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুন