
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকারের দুই সমর্থক রুমান মিয়া ও জাকির মিয়া।
বেলা সাড়ে ১১ টার দিকে ওই কেন্দ্রে জাল ভোট দিতে ডুকে পড়েন ৭/৮ জন। তারা হেলিকপ্টার প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা কামরুজ্জামানের পক্ষে জাল ভোট দিতে থাকেন। বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে তাদের ধাওয়া করলে দুইজন আটক হন। বাকি সবাই পালিয়ে যান। এমপির ভাইয়ের সহযোগিতায় তারা জাল ভোট দিতে এসেছেন বলেও স্বীকার করেন। তাদের স্বিকোরতি মোতাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাই কেও আটক করা হয়। ত্রাম্যমান আদালতে তাদের বিচার কাজ চলছে।
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলিকপ্টার প্রতিকের জাল ভোট দিতে আসেন ৭/৮ জন। এসময় পুলিশ ধাওয়া করে দুইজন কে আটক করেন। জাল ভোটে সহযোগিতা করার কারনে এমপির ভাই জাহিদ হোসন কে নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করুন