রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

রদবদল যুগ্ম কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে

ছবি: সংগৃহীত

রদবদল করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে।

মঙ্গলবার (২৩ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে গোয়েন্দা উত্তর বিভাগে, যুগ্ম কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার উত্তরে এবং যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের দায়িত্ব দেওয়া হলো।

 

মন্তব্য করুন