
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ১২:১২ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং সফরসঙ্গীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।
নিজের এক্স ওয়ালে এক শোক বার্তায় আরব আমিরাতের রাষ্ট্রপতি লিখেছেন, ইরানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের মৃত্যুতে আমি ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাদের চিরস্থায়ী বিশ্রাম দান করুন এবং আমরা তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করছে সংযুক্ত আরব আমিরাত।
অপর এক শোক বার্তায় ইরান সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। তিনি লিখেছেন, ‘এক বেদনাদায়ক দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণ এবং তাদের নেতৃত্বের প্রতি আমাদের সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তাদের প্রতি শান্তি ও রহমত দেবেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করবেন।’
উল্লেখ্য, গত রোববার আজারবাইজানের সীমান্তাঞ্চলে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন ইব্রাহিম রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ সকল আরোহী নিহত হন। এখন পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন মেঘ, কুয়াশা ও জলীয় বাষ্পের কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে।
তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ছাড়াও আরো ছিলেন ধর্মীয় নেতার (খামেনি) প্রতিনিধি ও তাবরিজের ইমাম সৈয়েদ মোহাম্মদ আল হাশেম, পূর্ব আজার বাইজানের গভর্নর মালিক রাহমাতি, প্রেসিডেন্ট প্রোটেকশন ইউনিটের কমান্ডার সরদার সৈয়েদ মেহদি মৌসভি, কয়েকজন নিরাপত্তারক্ষী এবং ক্রুরা।
মন্তব্য করুন