রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৮:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

রাঙামাটিতে জনতার হাতে মোটরসাইকেল চোর আটক

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে জনতার হাতে মোটরসাইকেল চোর আটক করার পর গণধোলাই  দিয়ে কোতয়ালি থানায় হস্তান্তর করা। শনিবার সকালে শহরের জিমনেসিয়াম উত্তর কালিন্দীপুর এলাকার হতে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে চোরকে ধরে গণধোলাই দিয়েছে জনতা। পরে পুলিশকে খবর দিয়ে চোরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জুয়েল জানান, শহরের জিমনেসিয়াম এলাকার উত্তর কালিন্দপুর থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার মধ্যে সন্দেহ হলে চোর চোর করে জনতা চিৎকার দিলে চোর মোটরসাইকেল ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের  কাছে হস্তান্তর করে। চোরের মোটরসাইকেলে সঙ্গী হিসেবে পাহাড়ি এক যুবক ছিল তাকে দৌড়িয়ে জনতা ধরতে পারেনি। 

মোজাদেদ-ই: আল ফেসানী স্কুলের শিক্ষক মোঃ জামাল হোসেন বলেন, এই চোরে আমার গাড়ি চুরি করেছে। এবার

চুরি করতে এসে জনতার হাতে মোটরসাইকেলসহ ধরা পড়েছে।  তাকে পুলিশ ভাল করে জিজ্ঞাসাবাদ করলে বা রিমান্ডে নিলে চোর বলবে সে রাঙামাটি হতে কতগুলো মোটরসাইকেল চুরি করছে। এই চোর যে বনরুপা হতে আমার

মোটরসাইকেল চুরি করেছে তা ভিডিও ফুটেজে ধরা পড়েছে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী বলেন, শহরের কালিন্দপুর এলাকায় চুরি হওয়া মোটরসাইকেলসহ ওমর ফারুক নামের এক চোরকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ চোরকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। কারন জনতা গণধোলাই দিয়েছে একটু বেশী রকমের। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত পাওয়া যাবে। 

মন্তব্য করুন