
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকরীরা রাজধানীর বানানীতে সেতু ভবনে আগুন দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সড়ক অবরোধ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে বানানী সেতু ভবনে আগুনের খবর পান।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সড়ক অবরোধ থাকায় এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।
উল্লেখ্য, আজ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে আন্দোলনকারীরা। এরই ধারাবহিকতায় রাজধানীর বিভিন্ন গরুত্বপূর্ণ সড়ক দখলে নিয়েছে শিক্ষার্থীরা। পুলিশের-আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া সহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে ।
মন্তব্য করুন