
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীতে তিব্র তাপদাহে হিট স্ট্রোকে গোলাম রাব্বানী নামে ৮৭ বছরের এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃত ব্যক্তি নাটোর জেলার বাগাতীপাড়া উপজেলার দয়ারামপুর (তালতলা) এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গত ২২ এপ্রিল বিকাল ৬ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত রাজশাহী ভবনের উত্তর-পশ্চিম কর্নারে বসে থাকা অবস্থায় এক বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। পরে খোঁজ নিয়ে বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃত গোলাম রাব্বানি মূলত হৃদরোগে আক্রান্ত ছিলেন। সে ২১ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৩২ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধিন ছিলেন। কেন এবং কিভাবে সে আদালত চত্বরে গেল তা কেউ জানেনা।
খোঁজ নিলে বৃদ্ধের সন্তান বদিউজ্জামান মুঠোফোনে জানান, গত ২১ তারিখে হার্টের সমস্যা জনিত কারনে তার বাবাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২২ তারিখে বাবাকে রেখে আমি দুপুরের খাবার আনার জন্য মেডিকেলের বাইরে যায়। পরে ফিরে এসে দেখি আব্বা আর নাই। আমার বাবার বয়স হওয়ার সুবাদে কিছু মনে রাখতে পারতোনা। অনেক খোঁজ খবর করি কিন্তু পাইনি। পরে মাগরিবের আগে পুলিশ ফোন করে জানালে হাসপাতালের জরুরি বিভাগে আব্বাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ২৩ এপ্রিল সকাল ১০টায় আমার বাবার দাফন কাজ সম্পুর্ন করা হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক জানান, ২২ এপ্রিল আদালত থেকে বিকাল ৬ টার দিকে আমাদের জানালে আমরা দ্রুত ঐ বৃদ্ধকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত ডা: বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মন্তব্য করুন