
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি সেনাবাহিনী যখন ঘুমন্ত বাঙালি জাতির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা শুরু করে তখন ধানমণ্ডির ৩২ নং বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ রাত ১২টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালের ২৬ মার্চে এতটা রক্তমাখা সূর্যোদয় হয়ত এদেশের মানুষ কখনো দেখেনি। এ সূর্য যেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নতুন সূর্য। হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চ গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আদালতের সম্মানিত বিচারক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
তিনি বলেন,লাখো শহীদের রক্ত আর মায়ের বদন খালি করে বাংলাদেশের জন্ম হয়েছে। সেই মায়ের বদনের মুল্য বৃথা যেতে দিবনা বলে অঙ্গিকার করেছেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আদালতের সকল বিচারকরা। সভায় সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেওয়ার ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মন্তব্য করুন