
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীতে ২'শ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল ও ২'শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটক হওয়া মাদককারবারি মো: কামাল হোসেন (৩৮)। জেলার চারঘাট থানার তাতারপুর (কারিগড়পাড়া) গ্রামের মো: মনোয়ার হোসেনের পুত্র৷
ডিবি পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, সোমবার (১৩ মে) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি’র এসআই মো: আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানাধীন তাতারপুর গ্রামের আক্কাসের মোড় হতে আসামি কামাল হোসেনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে পুলিশ ১'শ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিছ ইয়াবা উদ্ধার করে।
এবিষয়ে মাদককাবারির বিরুদ্ধে চারঘাট থানায় মামলা রজু করেছে ডিবি পুলিশ।
চারঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন