
প্রকাশিত: ৪ মে, ২০২৪, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে রামু থানা পুলিশ।
শনিবার (৪ মে) বিকাল ৪টার দিকে রামু থানার ওসি আবু তাহের দেওয়ানের নেতৃত্বে শেরাটন হোটেলের সামনের সড়কে নোহা গাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ঈদগাহ উপজেলার ইসলামাবাদ এলাকার ভাড়াটিয়া মতিউর রহমানের ছেলে জাহেদ হাসান রাসেল (৩০) ও কক্সবাজার সদরের নতুন বাহারছড়া এলাকার মৃত অজিতের ছেলে লিটন শর্মা (৩৮)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন