
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর সরকারি কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সেই ছবি অবশেষে সরানো হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার ৩ জুলাই রুপালী বাংলাদেশে নিউজ প্রকাশিত হয়।
নিউজের তিন ঘন্টা পর চেয়ারম্যানের সরকারি অফিস থেকে ছবিটি সরানো হয় বলে জানাগেছে।
পেকুয়া উপজেলা পরিষদ কার্যালয়ের তৃতীয় তলায় চেয়ারম্যানের জন্য নির্ধারিত অফিস কক্ষের দেওয়ালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি সংযুক্ত এ ছবি টাঙানো হয়েছিল।
সালাউদ্দিন আহমদ বর্তমানে ভারতের শীলংগে অবস্থান করছেন। বিএনপি এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এসব মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
শাফায়েত আজিজ রাজু ২১ মে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হয়।উক্ত নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে।
এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতা সালাউদ্দিন আমহদের ছবিটি উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিস থেকে সরানো হয়েছে।দ্বিতীয় বার ছবি টাঙালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন