
প্রকাশিত: ২ জুলাই, ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেই বাড়িটি থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা থেকে উপজেলার বরপা এলাকার ওই বাড়িতে অভিযান চালাচ্ছে এটিইউ। এর আগে সকালে বাড়িটি ঘেরাও করে রাখে এটিইউয়ের সদস্যরা।
এটিইউয়ের পুলিশ সুপার সানোয়ার হোসেন বাড়িটিতে অভিযান শুরুর খবর নিশ্চিত করে বলেন, ‘প্রথমে ভবনের সব ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন