
প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা সহ মোঃ আফজাল হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক কারবারি একই ইউনিয়নের একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি টিম। অভিযানে ৫০ পিস ইয়াবা সহ ওই এলাকার মাদক কারবারি আফজাল হোসেনকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন