চৌধুরী মুরাদ, লন্ডন

প্রকাশিত: ২২ মে, ২০২৪, ০৫:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা

ছবি: রূপালী বাংলাদেশ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, মাত্র দুই বছরে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ব্রিটেনে যতগুলো পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করেছে তার সবগুলোই প্রশংসিত হয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র ট্রাস্টের সদস্যদের আন্তরিকতা এবং ঐক্যমতের ফলে। 

বক্তারা আরো বলেন, ব্রিটেনে প্রথম উপজেলা ভিত্তিক উৎসবের স্বপ্ন দ্রষ্টা হলো গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। এছাড়া আমরা প্রথমেই ব্রিটেনে একটি প্রপার্টি ক্রয় করার মাধ্যমে বিলাতের বুকে আরেকটি ঐতিহ্য প্রতিষ্ঠার ধারক ও বাহক হতে যাচ্ছি। ফলে আজ ব্রিটিনে অনেকগুলো সংগঠন আমাদের কার্যক্রম ও চিন্তাধারা গ্রহণ করছে।


১৯ মে রবিবার দুপুর ২ ঘটিকার সময় পূর্ব লন্ডনে অবস্থিত ড্রিম ব্যাংকুটিক হলে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় বক্তারা আরো বলেন, মাত্র ৬ বছরের মধ্যে সংগঠনে ৬০০ শতাধিক সদস্য প্রমাণ করে সংগঠনের প্রতি প্রবাসী গোলাপগঞ্জিদের আস্থা ও ভালোবাসা কতটুকু।


বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। জেনারেল সেক্রেটারি তারিক রহমান এর উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন ট্রাস্টের মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন।


গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে জেনারেল সেক্রেটারি তারিক রহমান ট্রাস্টের বার্ষিক রিপোর্ট পেশ করেন।

ট্রেজারার সাইফুল ইসলাম ট্রাস্টের আমানত এবং বোর্ড অব ম্যানেজমেন্ট ও ইসি কমিটির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। সেটি সর্বসম্মতিক্রমে অনুমোদনও  করা হয়। এ সময় ট্রেজারার সাইফুল ইসলাম সদস্যদের হালনাগাদ তুলে ধরেন।

সাধারণ সভায় ট্রাস্টের  সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইছবাহ উদ্দিন আহমদ, আব্দুল হাকিম চৌধুরী, এমদাদ হোসেন টিপু, মাসুক উদ্দিন, তাজুল ইসলাম, আব্দুল বাছির, ফেরদৌস আলম, আলম খান, মিকাইল চৌধুরী, সুলতান হায়দার জসিম, সৈয়দ মুজিবুল ইসলাম আজু, আব্দুল আজিজ ফারুক, জয়নুল হক, সায়দুল হক, আব্দুল কালাম আজাদ, দেলওয়ার হোসেন, জি এম অপু শাহরিয়া, দেলওয়ার হোসেন টিপু, মিছবা উদ্দিন, ইয়াইয়া খান, কবির আহমদ বাদশা, আব্দুল কালাম আজাদ, মোহাম্মদ ফখর উদ্দিন, চৌধুরী মুরাদ, মোহাম্মদ ওয়াদুর রহমান, মো সুমন ইসলাম, আব্দুল হাই, মো মনজুর হোসেন, আরিজ আমিন ও আরো অনেকে। এসময় সাধারণ সদস্যরা সংগঠন পরিচালনায় বিভিন্ন পরামর্শও  প্রদান করেন। 

সাধারণ সভায় সংগঠনের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি, ইসি কমিটি এবং উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা ডক্টর আব্দুল আজিজ তকি, উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল বাছিত, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান শাফার ও মো নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি মো হাবিবুর রহমান, মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন, কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল, ইসি মেম্বার মুহিবুল হক, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, বোর্ড মেম্বার রুহুল আমিন রুহেল, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন, ইসি মেম্বার মোহাম্মদ সুলতান আহমদ, নজরুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমদ, বোর্ড মেম্বার মাহমুদুর রহমান শানুর, রোমান আহমদ চৌধুরী, ইসি মেম্বার মোস্তাক আহমদ হেলাল, বোর্ড মেম্বার বজলুর রহমান, ইসি মেম্বার সুহেল আহমদ (লক্ষনাবন্দ), বোর্ড মেম্বার জাহাঙ্গীর হোসেনসহ অনেকে ।

সভা শেষে কালচারাল সেক্রেটারী  মুফিজুর রহমান চৌধুরী একলিল এর পরিচালনায় ছিলো সংগীত পরিবেশনা। এতে ব্রিটেনের জনপ্রিয় সংগীত শিল্পী বিথী চৌধুরী ও অন্যান্যরা  অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন