
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০৪:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
লন্ডন উড়ে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। নিজের গাওয়া গান রিলিজ হবে। তাও আবার বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে। নডুন খবর হলো, এবার এই শিল্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
‘চিরদিনের জীবনসঙ্গিনী’ শিরোনামের গানটির প্রকাশনা অনুষ্ঠান আগামী ১৫ মে। এদিন সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে একটি জাঁকজমক অনুষ্ঠানে গানটি অবমুক্ত করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডনে গেছেন আসিফ আকবর। ওদিকে ভারত থেকেও যাচ্ছেন অনুরাধা পাড়োয়াল।
ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা ইতোমধ্যে সঙ্গীত পরিচালক রাজা কাশেফ এবং সংগীতশিল্পী রুবাইয়াত জাহানের পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হিসেবে আসিফের পাশাপাশি দেখা যাবে সাবাহ বশিরকে।
এ বিষয়ে সংগীত পরিচালক রাজা কাশেফ জানান, পার্লামেন্ট ভবনে হয় রাজনীতি। কিন্তু এই প্রথমবার সেখানে হচ্ছে গান সংশ্লিষ্ট অনুষ্ঠান। এটি চাট্টিখানি কথা নয়। আর এ সবকিছুই আসিফ আকবরের প্রতি ভালোবাসা থেকে আমরা করছি।
মন্তব্য করুন