
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪, ১১:১৩ এ এম
অনলাইন সংস্করণ
আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। ২৮ জুলাই রাত আনুমানিক ১টায় তাকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা। ২৮ জুলাই সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম।
নাফিসা বলেন, শনিবার দিবাগত রাত ১টা দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল আমাদের বাসায় আসেন। তাদের বেশিরভাগের শরীরে ডিবির পরিচয় সম্বলিত পোশাক ছিল। কিন্তু, আমার ভাইকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানায়নি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। আমার মা এখন ডিবি কার্যালয়ে গেছেন। এখনও জানি না আমার ভাই কোথায় আছে।
আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব। সে কারণে তিনি আটক হতে পারেন বলে ধারণা তার বোন নাফিসার। উল্লেখ্য, পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচনায় আসেন তিনি।
আরবি/এস
মন্তব্য করুন