বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১ আগষ্ট, ২০২৪, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃতীয় পক্ষ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: রূপালী বাংলাদেশ

'প্রতিটি হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার হবে' উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, কোটা আন্দোলনে নিহতদের পরিবারের মত আমরাও ব্যথিত। এই হত্যাকান্ড অনাকাঙ্ক্ষিত এবং নির্মম। কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার কোন অনুমতি ছিলো না, তারপরও কেন গুলি চালিয়েছে, এর প্রত্যেকটি ঘটনার ই সুষ্ঠু তদন্ত হবে। শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃতীয় পক্ষ।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিং তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী প্রশ্ন করে বলেন, শিক্ষার্থীরা কি এমন ধ্বংসযজ্ঞ করতে পারে? যা ঘটেছে তা ক্রিমিনাল অফেন্স। এসব সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না, তাদের আন্দোলনে তৃতীয় পক্ষের সন্ত্রাসীরা ঢুকে এসব করেছে। দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমাদের অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে।

 

মন্তব্য করুন