
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে ব্যতিক্রমী পোস্ট করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এই পোস্টে ছাত্র-ছাত্রীদের কটাক্ষ করেছেন তিনি।
নিজের ফেসবুকে শিরিন শিলা লিখেছেন, কিসের এতো আন্দোলন ভাই? সুখে থাকতে ভূতে কিলায়।
তবে শিরিন শিলার এ কথা ভালোভাবে নেননি নেটাগরিকরা। একজন লিখেছেন, মাথা ঠিক আছে? শিরিন শিলা উত্তরে বলেছেন, আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না । সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে । নিজের পরিবারের কথা ভাবা উচিত।
তবে শিরিন শিলার এ উপদেশ কানে নেননি কেউ। উল্টো তাকে করেছেন তুলোধুনো। একজন লিখেছেন, ওরে পাবনায় নেয়ার ব্যবস্থা কর। অন্য একজন লিখেছেন, আপনি কি স্বাভাবিক আছেন। আরেক নেটাগরিক লিখেছেন, আপনি কি স্বাভাবিক আছেন। দুই-একজন অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন এ নায়িকাকে।
ক্যারিয়ারে জনপ্রিয় বা আলোচিত কোনো সিনেমা নেই এই নায়িকা।
তাই স্বাভাবিকভাবেই শোবিজের বাইরে নায়িকা হিসেবে পরিচিতি ছিল না। তবে বছর খানেক আগে এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। তারপর থেকে হয়ে ওঠেন সামাজিক মাধ্যমে পরিচিত।
মন্তব্য করুন