রূপালী ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ০৬:০৬ পিএম

অনলাইন সংস্করণ

শুটিংয়ে ‌‌‌‌‌‌‌‘‌‌‍‍‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌নকল’ বন্দুকের গুলিতে মৃত্যু

ছবি: সংগৃহীত

সাধারণত ‘নকল’বন্দুক ‘প্রপ গান’রাখা হয় শুটিংয়ের সময়। আবার আসল বন্দুক রাখলেও গুলি থাকে না। কিন্তু  ২০২১ সালে হলিউড সিনেমা ‘রাস্ট’এর শুটিংয়ের বন্দুকে কেউ পিস্তলে আসল গুলিটি ভরে রেখেছিলো।

আর তাতেই  শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিন্সের। সেই দুর্ঘটনায় পরিচালক জোয়েল সৌজাও আহত হয়েছিলেন।

তিন বছর ধরে চলতে থাকা মামলায় অবশেষে রেহাই পেলেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। শুক্রবার আদালতের শুনানি শুনে কেঁদে ফেলেন তিনি।

ঘটনার পরে আইনি ঝামেলায় পড়তে হয়েছে অভিনেতাকে। হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে। সেই মামলায় অবশেষে রেহাই পেলেন তিনি। প্রমাণের অভাবে অভিনেতার বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে।

এই মামলায় দোষী প্রমাণিত হলে তার ১৮ মাসের কারাদণ্ড হতে পারতো। তাই মামলা খারিজ করে দেয়া হয়েছে শুনে কেঁদে ফেলেন অভিনেতা।

দুর্ঘটনার পরে অভিনেতা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। কিছুটা সামলে ওঠার পর তাকে দুর্ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়ে তিনি জানান, তার কোনো ধারনাই নেই কীভাবে পিস্তলে গুলি এলো। তিনি বলেন, ‘কেউ পিস্তলে গুলিটি ভরে রেখেছিলেন। একটি বুলেট, যেটি সেখানে থাকার কথা ছিল না।’

পুলিশের তথ্য অনুযায়ী বল্ডউইনের হাতে বন্দুকটি তুলে দিয়েছিলেন সিনেমার সহ নির্মাতা। তারা দুজনেই জানতেন সেটি ‘নকল’ বন্দুক এবং সেটিতে কোনো গুলি ভরা নেই।

 

সূত্র: বিবিসি

মন্তব্য করুন