
প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বসুন্ধরা কনভেনশন সিটিতে ৯ মে থেকে শুরু হওয়া আন্তর্জাতিক স্বাস্থ্য ও পর্যটন মেলার শেষ দিনে ভাইয়া গ্রুপের স্টলে আজ শনিবার বিপুল জনসমাগম ঘটে।
গ্রুপের তিনটি আবাসন প্রকল্প এবং কক্সবাজারে পাঁচ তারকা হোটেল ‘ইডেন বে’ ও টঙ্গীতে বিশ্বমানের হাসপাতাল সম্পর্কে মানুষের আগ্রহ, ব্যাপক সাড়া আয়োজকদের আশান্বিত করেছে।
আশা জাগানিয়া খবর হলো, স্টল থেকে কক্সবাজারের কলাতলীর মনোরম পরিবেশে নির্মাণাধীন পাঁচ তারকা হোটেল ‘ইডেন বে’র প্রায় ৪০টি শেয়ার এককালীন মূল্য পরিশোধে বিক্রি হয়েছে। বিভিন্ন প্রাইম লোকেশনে অবস্থিত ভিন্ন ভিন্ন আয়তনের প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে ৫০টিরও অধিক। এছাড়া অনেকেই প্লট কেনার জন্য বুকিংও দিয়েছেন। সব মিলিয়ে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলা ভাইয়া গ্রুপকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
১৯৭২ সাল থেকে নাবিস্কো ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী দিয়ে যাত্রা শুরু করে ভাইয়া গ্রুপ আজ ১৭টি অঙ্গ প্রতিষ্ঠান সমন্বয়ে এক বিশাল মহিরুহ। ভাইয়া গ্রুপের সব ক’টি প্রতিষ্ঠানেরই সুনাম ও সততা আজ এক বিরল দৃষ্টান্ত।
চলমান আন্তর্জাতিক স্বাস্থ্য ও পর্যটন মেলায় ভাইয়া গ্রুপের স্টলে কর্মরত ভাইয়া হাউজিংয়ের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যৈষ্ঠ নির্বাহী জুলফিকার আলী আনন্দে উদ্বেলিত হয়ে তাদের স্টলকে ঘিরে স্তরভিত্তিক বিভিন্ন মানুষের আগ্রহ এবং সাড়ার আশান্বিত খবরটি জানান। রূপালী বাংলাদেশকে তিনিই জানালেন কক্সবাজারের পাঁচতারকা হোটেলের ৪০টি শেয়ার বিক্রির আনন্দ সংবাদটি।
ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যৈষ্ঠ নির্বাহী মো. আরিফুর রহমান মিতুল জানালেন আরও একটি সুসংবাদ, আগামীতে সিলেট ও কুয়াকাটায় ভাইয়া গ্রুপ আরও দু’টি পাঁচ তারকা হোটেল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
ভাইয়া হাউজিংয়ের জ্যৈষ্ঠ নির্বাহী ফারহানা ইসলাম জানান, ভাইয়া গ্রুপের স্টলে ব্যাপক জনসমাগম দেখেছি। অনেকের বুকিং দেওয়ার আগ্রহ আমাদের আনন্দিত করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে আমাদের প্লট এবং হোটেল শেয়ার ক্রয়ে অনেকেই এগিয়ে আসবেন।
তিনি তিনব্যাপী এই মেলার প্রতিদিনই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ‘রূপালী বাংলাদেশ’ পরিবারকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন