
প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাতিল হওয়ার ৪দিনের মাথায় আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন অ্যাড. জামিল হাসান দুর্জয়। শুনানির পর তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ মে) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদেশ দেন। অ্যাড. জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুত্র জানায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (১৫ মে) দুর্জয়ের প্রার্থিতা বাতিলের কথা নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। পরে প্রার্থিতা ফিরে পেতে বৃহস্পতিবার (১৬ মে) উচ্চ আদালতে আপিল পিটিশন দায়ের করেন জামিল হাসান দুর্জয়। শুনানি শেষে আজ (রোববার) এ রায় ঘোষণা করা হয়।
এদিকে, অ্যাড. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা ফিরে পাওয়ায় উৎসাহ উদ্দীপনা জেগেছে তাঁর কর্মী সমর্থকদের মধ্যে। গত ৪ দিন ধরেই প্রার্থিতা ফেরত পাওয়া-না পাওয়া নিয়ে অনেকটা দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলেন তাঁরা। অনেকটা থেকে গিয়েছিল প্রচার প্রচারনা। তবে, যার যার অবস্থান থেকে ভোট চেয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যায় অনেক কর্মী সমর্থকদের।
প্রার্থিতা ফিরে পেয়ে অ্যাড. জামিল হাসান দুর্জয় বলেন, আলহামদুলিল্লাহ। জনগণের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমার প্রার্থিতা ফিরে এসেছে। আদালত ন্যায় বিচার করেছে। শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব ২১ তারিখ ভোটের মাধ্যমে অবশ্যই জনগণ দিবে। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামান করছি।
সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্য জামিল হাসান বলেন,আপনারা শান্ত থেকে ভোট প্রার্থনা করুন। ভোটারদের উৎসাহিত করুন। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা শ্রীপুরবাসীর শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহবান জানাই।
মন্তব্য করুন