
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০২:২১ এ এম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উত্তর কুট্টাপাড়া এলাকায় বিদ্যুতের দাবিতে সড়কে অর্ধশতাধিক কিশোর ছেলেরা অবরোধ করে রাখেন। এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে এ অবরোধ হয়। এ সময় তারা বিদ্যুতের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। পুলিশ আসার খবর পেয়ে অবরোধ তুলে নেয়া হয়।
অবরোধকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কয়দিন ধরে বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ না থাকার কারণে পানির অভাবে রমজান মাসে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত করতে পারছেন না। ঘরের ফ্রিজে মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের বাসা বাড়ীতে অসুস্থ রোগী নিয়ে পড়েছেন চরম বিপাকে। মসজিদে নামাজ পড়ার জন্য অযু করার মতো কোনো পানি নেই।
এ বিষয়ে সরাইল উপজেলা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আবদুর রউফের মুঠোফোনে ০১৮৪১-১২১২৪৬ একাধিকবার যোগাযোগ চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন