সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১ মে, ২০২৪, ০৮:২১ পিএম

অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে পথচারীদের ছাত্রলীগের পানি ও স্যালাইন বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষদের সম্মান জানিয়ে প্রচন্ড তাপদাহে ‘হিট স্ট্রোক’ থেকে রক্ষায় বিশুদ্ধ ''ঠান্ডা পানি ও খাবার স্যালাইন'' বিতরণ করা হয়েছে।

বুধবার (১ মে) দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকার প্রধান সড়ক দিয়ে চলাচল করা পথচারী, রিকশা চালক, অটো-চালক এবং শ্রমজীবীদের মাঝে এসব পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের (সাধারন সম্পাদক পদ প্রার্থী) এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণ'র নিজ উদ্যোগে ছাত্রলীগের পক্ষ থেকে এই বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

এমন উদ্যোগ গ্রহণের আয়োজক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক (পদপ্রার্থী) মাহমুদুল হাসান পূর্ণ বলেন, ‘তীব্র তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। এ সংকট মুহূর্তে সবাইকে এগিয়ে আসের আহ্বান। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আশরাফ, হাসিব, লিমন, আলিফ, শাকিল সহ অন্যান্য সদস্যবৃন্দরা।

 

মন্তব্য করুন