রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৪, ১১:২৭ পিএম

অনলাইন সংস্করণ

সহিংসতার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ২৩৫৭ জন

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারে দাবির আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতার ঘটনায় ঢাকায় মোট ২ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মোট ২০৯টি মামলা করা হয়।

আজ শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২০৯টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ডিএমপি গ্রেপ্তার করেছে ২ হাজার ৩৫৭ জনকে।

মন্তব্য করুন