সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০৪:১০ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ঈদ উল ফিতর উৎযাপিত

ছবি: রূপালী বাংলাদেশ

ধর্মীয় ভাব গাম্ভির্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ঈমামতি করেন, হাফেজ মাওলানা জালাল উদ্দীন। পরে একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৭টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আহলে হাদীস আন্দোলন সাতক্ষীরার আয়োজনে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন আহলে হাদীস আন্দোলনের জেলা সেক্রেটারী মাও: আলতাফ হোসেন।

এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশ নেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুলসহ সরকারি ঊচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, সকল শ্রেণি পেশার মানুষ।

নামাজের আগে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ইসলামের যে শিক্ষা সেটি সমগ্র জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম আত্মশুদ্ধি ও সম্প্রীতির মেল বন্ধন পরিবৃত্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। বিশে^র সব মানুষের সুখ শান্তি কল্যান উত্তোরত্তর সমৃদ্ধি হোক এটাই হোক ঈদ উল ফিতরের শিক্ষা দিকে দিকে ছড়িয়ে পড়–ক। গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। এই প্রত্যাশা করি। এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অপরদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের বাইরে বিভিন্ন স্থানেও ঈদের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন