
প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় জেলা প্রশাসক লেগ স্পিন হান্ট এর বাছাইকৃত খেলোয়াড়দের মাঝে কিটস্ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে কিটস্ বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলা ক্রীড়াবিদ তৈরির সূতিকাগার। যেকোনো ইভেন্টে আমরা এগিয়ে আছি। বঙ্গবন্ধু কাবাডি চ্যাম্পিয়ন হল, ওখানে আমাদের সাতক্ষীরার খেলোয়াড়রা ছিল। কাবাডি, ভলিবল সব ক্ষেত্রে জাতীয় পর্যায়ে আমাদের সাতক্ষীরা জেলার খেলোয়াড় রা স্থান করে নিয়েছে। নারী ফুটবল জাতীয় পর্যায়ে সাতক্ষীরার খেলোয়াড়দের দখলে। ক্রিকেটে আমাদের ছেলেরা ভালো করেছে। জাতীয় পর্যায়ে প্রথমদিকে খেলেছে শিবলু ,পরে সম্ভম,মোস্তাফিজরা এই জেলার ক্রীড়াঙ্গনকে সুনাম অক্ষুন্ন রেখেছে। জাতীয় পর্যায়ে লেগ স্পিন হান্ট খেলোয়ার দরকার, পরবর্তীতে উন্নত প্রশিক্ষণ এর মাধ্যমে এ জেলাতেই লেগ স্পিন হান্ট খেলোয়ার তৈরি হবে। তবে খেলোয়াড়দের সর্বক্ষেত্রে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার বিশেষ গুরুত্ব দিতে হবে। জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের জন্য এটা খুব জরুরী। ভবিষ্যতের এ জেলা ক্রীড়াঙ্গন কে আরও সমৃদ্ধ করবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাফ হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস্, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবির কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ। উপজেলা থেকে বাছাই করে জেলা পর্যায়ে বাছাইকৃত ২৫ জন খেলোয়াড়ের মাঝে কিটস্ বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।
মন্তব্য করুন