
প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
সার্ভার সমস্যা দেখা দেওয়ায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কার্যক্রম রবিবার সকাল থেকে বন্ধ ছিল। যার ফলে ভোগান্তিতে পড়েন পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা অনেকেই। কর্তৃপক্ষ জানায়, সার্ভার সমস্যা থাকায় পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার ইন্টারনেট সার্ভার সংযোগ ঠিক হলে কার্যক্রাম চালু করা হবে। তবে এর জন্য আগামীকাল (আজ সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সেবা দিতে না পারায় রবিবার সকালে পাসপোর্ট অফিসে এ সম্মিলিত একটি বিজ্ঞপ্তি সাটানো হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের কোনো স্বাক্ষর ছিল না!
হঠাৎ পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকায় সকাল থেকে সেবা নিতে আসা পাসপোর্ট প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। আবার কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে অনেককেই ফিরে যেতে দেখা গেছে।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো: সাহেব আলী জানান, নাগরিকদের ভোগান্তি মাথায় নিয়ে অতি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।
মন্তব্য করুন