
প্রকাশিত: ২ জুন, ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ২ জুন রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ সানারপাড় ফুট ওভার ব্রিজের নিচ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মোঃ আলমগীর হোসেন (৩০) মোঃ কাউসার (২৭) পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
জানা গেছে, তারা সবাই সক্রিয় মাদক কারবারি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবুবকর সিদ্দিক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন