
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে পেয়াজের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) কতৃক আমদানীকৃত ১৬৫০ টন ভারতীয় পেয়াজের প্রথম চালান সিরাজগঞ্জে এসে পৌঁছেছে।
সোমবার সকালে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান শহরের বাজার স্টেশন রেলওয়ে ইয়ার্ডে এসে পৌঁছেছে। এখন চলছে খালাশ কার্যক্রম।
ভারতীয় আমদানীকৃত পেঁয়াজের ১ম চালানে ডিলারের মাধ্যমে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে চলে যাবে।
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিব) বগুড়া আঞ্চলিক অফিসের যুগ্ম পরিচালক প্রতাপ কুমার এসব তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে আমদানিকৃত ১ম চালানে ১৬৫০ টন পেঁয়াজ ৪২ টি ওয়াগনে সিরাজগঞ্জে নিরাপদে এসে পৌঁছেছে। এখান থেকে ডিলারের মাধ্যমে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে চলে যাবে। পেঁয়াজগুলো ডিলারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ট্রাকসেলে ৪০ টাকা কেজি বিক্রি করা হবে। ইতিমধ্যে খালাশের কাজ চলছে। আজকের মধ্যেই ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে পেঁয়াজগুলো পৌছে যাবে।
মন্তব্য করুন